আইসিইউতে আল্লামা শফী, ঢাকায় আনা হচ্ছে

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

মঙ্গলবার, ০৬ জুন ২০১৭ , ০১:৫১ পিএম


আইসিইউতে আল্লামা শফী, ঢাকায় আনা হচ্ছে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী শ্বাস কষ্ট বাড়ার কারণে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হবে। 

বিজ্ঞাপন

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী আরটিভি অনলাইনকে জানান, হুজুর শ্বাস কষ্টে ভুগছেন। দুপুর দিকে বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া কথা থাকলেও হেলিপেডের অনুমতি নিতে দেরি হওয়ার কারণে এখনো অ্যাম্বুলেন্স হেলিকপ্টারটি আসেনি। দুপুর আড়াইটার দিকে সেটা চট্টগ্রামে আসলে হুজুরকে ঢাকার গেণ্ডারিয়া আজগর আলী হাসপাতালে ভর্তি করা হবে।

আজিজুল হক আরো বলেন, হুজুরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার শ্বাস কষ্ট বেড়েছে। এখন কথা বলতে পারছেন না। নল দিয়ে খাওয়ানো হচ্ছে। প্রথমে হুজুরকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করার কথা ছিল। কিন্তু পরে ঢাকার গেণ্ডারিয়ার উন্নত মানের হাসপাতাল আজগর আলীতে ভর্তি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission